Wellcome to National Portal

পাতা

কী সেবা কীভাবে পাবেন

 

১) মূল কর্মসূচী কৃষক সমবায় সমিতিঃনতুনকোন কৃষক সমবায় সমিতি গঠন করতে হলে কোন একটি গ্রামের কমপক্ষে ২০ জনসদস্যকে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা বরাবরে আবেদনকরতে হবে। উক্ত আবেদনের প্রেক্ষিতে সদস্যদের জরিপ কাজ সম্পন্ন করে সদস্যযাচাই বাছাই করে সমিতি গঠন করা হবে। তারপর নিদিষ্ট পরিমান টাকা শেয়ার ওসঞ্চয় বাবদ সোনালী ব্যাংক লিঃ, শ্যামনগর শাখায় সমিতির পক্ষ খেকে জমা দেয়ারপর উক্ত সমিতির নিবন্ধনের জন্য সমবায় অফিস শ্যামনগর, সাতক্ষীরাতে প্রেরণকরা হবে। সমবায় অফিস থেকে নিবন্ধিত হওয়ার পর সমিতির শেয়ার সঞ্চয় জমা ও ঋণকার্যক্রম শুরু হবে।চলমান সমিতিতে কোন নতুন সদস্য ভর্তি হতে হলে উক্তসমিতির ক্যাচমেন্ট এলাকার মধ্যে সদস্যের স্হায়ী বাড়ি ও সম্পত্তি থাকতে হবে।নতুন সদস্য হতে হলে সমিতির কার্যকরী কমিটির নিকট আবেদন করতে হবে। কার্যকরীকমিটি তাদের মাসিক সভায় নতুন সদস্য ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েরেজুলেশনের কপি উপজেলা বিআরডিবি অফিসে প্রেরণ করবে। ইউসিসিএ তে উক্ত সদস্যভর্তির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হলে উক্ত সদস্য ৫ (পাচ) টাকা ভর্তিফি জমা দিয়ে কৃসক সমবায় সমিতির সদস্যপদ লাভ করতে পারবে।