একটি বাড়ি একটি খামার হতে আপনিযে সব সেবা ও সহযোগিতা পাবেন তা নিম্নেউল্লেখ করা হলো।১।প্রাথমিক সমিতি/দল(পুরুষ/মহিলা)গঠন,সঞ্চয়ের বিপরীতে সরকারী বোনাসপ্ রদান, ঋণ, গ্রহনেরপরার্মশ প্রদান ও এতদ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ।২।সদসোর সঞ্চয় ও বোনাস এর মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন।৩।সমিতির সদস্য গনকে সহজ শর্তে, গবাদিপশু পালন , মৎস্যচাষ, হাঁস-মুরগী পালন, উদ্যান নার্সারীউন্নয়ন, সজি, ফলচাষ ও কম্পোষ্টিং ইত্যাদিতে ঋণ প্রদান।৪।একটি বাড়ি একটি খামার হতে উৎপাদন মুখী ও আয় বৃদ্ধি মুলক কর্মকান্ডে ঋণ প্রদান।৫।আনুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পর পরেই আনানুষ্ঠানিক দলগঠনের ০৮সপ্তাহের পরে সদস্যদের ঋণপ্রদান করা হয়।৬।নারীর ক্ষমতায়ন ওনারী নেতৃত্ব বিকাশের সচেতনতা বৃদ্ধি পরির্বতন ও যৌতুক প্রথা নিমৃর্লে সচেতনতাসৃষ্টি করা।৭।সদস্যদের বয়স্ক শিক্ষা, স্থাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরার্মশ ও সেবা।৮।বৃক্ষরোপন ও স্যানিটেশন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি কল্পে পরার্মশ ও সহযোগিতা প্রদান।৯।গ্রামিন দরিদ্র মানুষের আর্থিক সামাজিক উন্নয়নের সহোযোগিতা প্রদান ও নেতৃ্ত্বের বিকাশ ও দেশেরঅর্থনৈ্তিক সম্পৃক্ত করন।১০।উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রুতি বদ্ধ।১১।ঋণ বাবদ মঞ্জুরীকৃ্ত সমুদয় টাকা বুঝে নিন। সমুদয় টাকা বুঝে না পেয়ে ঋণ বিতরন সনদ পএে স্বাক্ষরকরবেন না। |